Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

How to get services

 

ক্রমিক নং

 

প্রদেয় সেবা

 

সেবা প্রাপ্তির জন্য করণীয়

০১.

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিপিএড (ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন) প্রশিক্ষণ প্রদান

নির্ধারিত সময়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত/ডেপুটেশন প্রাপ্ত শিক্ষককে ভর্তি হতে হবে।

০২.

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান। 

নির্ধারিত সময়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত/ডেপুটেশন প্রাপ্ত শিক্ষককে এসে যথাসময়ে রেজিস্ট্রেশন করতে হবে।

 

০৩.

 

প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের ও ডিপিএড শিক্ষার্থীদের নিজস্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য ডিপিএড বিষয়ক প্রশিক্ষণ।

নির্ধারিত সময়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত/ডেপুটেশন প্রাপ্ত শিক্ষককে এসে যথাসময়ে রেজিস্ট্রেশন করতে হবে।

 

০৪.

উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন। 

নির্ধারিত সময়ে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত/ডেপুটেশন প্রাপ্ত শিক্ষককে এসে যথাসময়ে রেজিস্ট্রেশন করতে হবে।

০৫.

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার ট্রেনিং বাস্তবায়নে ইউআরসি কে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান।

নির্ধারিত সময়ে চাহিদাভিত্তিক সাব-ক্লাস্টার ট্রেনিং বাস্তবায়নে ইউআরসি কে ট্রেনিং লিফলেট জমা দিয়ে অনুমোদন নিতে হবে।

০৬.

নৈমিত্তিক ছুটিসহ বিভিন্ন প্রকার ছুটিসংক্রান্ত আবেদন নিষ্পত্তি 

প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সাদা কাগজে লিখিত আবেদন করতে হবে।

০৭.

বার্ষিক গোপনীয়  অনুবেদন / প্রতিবেদন পূরণ / লিখন (পিটিআই )

অধীনস্থ সকল কর্মকর্তা/কর্মচারী যথাসময়ে স্বহস্তে নির্ধারিত ফরম পূরণ করে সপুার, পিটিআই -এর নিকট উপস্থাপন করতে হবে ।

০৮.

বার্ষিক গোপনীয় অনুবেদন  / প্রতিবেদন পূরণ/ লিখন (উপজেলা রির্সোস সেন্টার থেকে প্রাপ্ত ) 

অধীনস্থ সকল কর্মকর্তা/কর্মচারী যথাসময়ে স্বহস্তে নির্ধারিত ফরম পূরণ করে সপুার, পিটিআই -এর নিকট উপস্থাপন করতে হবে ।

০৯.

টাইমস্কেলের আবেদন নিষ্পত্তি

 যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে।

১০.

 দক্ষতাসীমা-র আবেদন নিষ্পত্তি

 যথাসময়ে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে বিগত ৩-বছরের এসিআর ও সার্ভিস বুক (হালনাগাদ) জমা দিতে হবে।    

১১.

 পেনশন কেস/ আবেদনের নিষ্পত্তি                     

 পেনশনের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। 

১২.

 এলপিআর/ল্যামগ্রান্ট এর আবেদন নিষ্পত্তি

  নিন্মোক্ত কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হবে:

 ১. এস.এস.সি/স্কুল ত্যাগের সনদ  ২. এলপিসি  ৩. ১ম নিয়োগপত্র  ৪. চাকুরীর খতিয়ান বহি  ৫. ছুটি প্রাপ্তির সনদ 

১৩.

 জিপিএফ থেকে চূড়ান্ত উত্তোলনের  আবেদন নিষ্পত্তি   

 প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। 

১৪.

 জিপিএফ থেকে ঋণ গ্রহণ সংক্রান্ত আবেদন নিষ্পত্তি

 নির্ধারিত ফরমে হালনাগাদ একাউন্ট স্লিপ সহ আবেদন করতে হবে।    

১৫.

 গৃহনির্মাণ ও অন্যান্য ঋণের আবেদন           

 প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

১৬.

 বকেয়া বিল-এর আবেদন নিষ্পত্তি                             

 প্রয়োজনীয়/আনুষঙ্গিক কাগজপত্রসহ বিল  সুপার পিটিআই  বরাবর উপস্থাপন করতে হবে।

 ১৭.

  বিভাগীয় পরীক্ষায় অংশগ্রহণের আবেদন নিষ্পত্তি   

 নিয়মানুযায়ী লিখিত  আবেদন করতে হবে

১৮.

 বিদেশ ভ্রমণ/গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি    ।        

 প্রযোজ্য ক্ষেত্রে নির্দিষ্ট ফরমে ও অন্যান্য ক্ষেত্রে সুপার,পিটিআই- এর নিকট লিখিত আবেদন করতে হবে

১৯.

 তথ্য প্রদান ও সরবরাহ: দায়িত্ববান যে কোন ব্যক্তি / অভিভাবক / ছাত্রছাত্রী

 অফিস প্রধানের নিকট পূর্ণ নাম ঠিকানাসহ সুস্পষ্ট কারন উল্লেখ করে লিখিত আবেদন/দরখাস্ত  করতে হবে ।

২০.

মোবাইল মেসেজ সার্ভিসের মাধ্যমে সেবা সহজীকরণ।

 ------