Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

At a glance PTI, Narayanganj

 

 

ভূমিকাঃ

২০১৩ সালে পিটি আই, নারায়ণগঞ্জ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৭ সালের ১লা জানুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য  ডিপ্লোমা-ইন-এডুকেশন কোর্সের মধ্য দিয়ে এটি আনষ্ঠানিকভাবে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করে। নারায়ণগঞ্জ পিটিআই, নারায়ণগঞ্জ বাংলাদেশের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ শহরের রোডে অবস্থিত।এটি ১.৪ একর জমির উপর প্রতিষ্ঠিত। ২০১৭ সাল থেকে অদ্যবধি সুনামের সাথে অত্র প্রতিষ্ঠান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যে সেবা প্রদান করে যাচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন কোর্সে ২০০ জন শিক্ষার্থী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছেন। এছাড়া প্রতিবছরই আইসিটি ইন এডুকেশন সহ বিভিন্ন ধরনের স্বল্প মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হয়। নারায়ণগঞ্জ পিটিআই এ সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট সহ মোট ১৩ জন প্রথম-শ্রেণির কর্মকর্তা রয়েছেন যারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস সেবা প্রদান করে যাচ্ছেন যার স্বীকৃতি স্বরুপ প্রায় প্রতি বছরই এই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষার্থীরা জাতীয় পুরস্কারে ভূষিত হচ্ছেন। খেলার মাঠ এবং বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ফুলের গাছ দ্বারা পরিবেষ্টিত এর ভেতরের পরিবেশ বড়ই মনোরম।                                                                                                                                                                                                                                                                                                                                             

ক্রমিক নং

বিষয়

তথ্য

সংখ্যা

০১

    প্রশাসনিক ভবন                                                                                                                                       

০১| সুপারিনটেনডেন্ট এর অফিস কক্ষ

০১

০২| সহকারি সুপারিনটেনডেন্ট এর অফিস কক্ষ

০১

০৩| ইন্সট্রাক্টর মিলনায়তন

০১

০৪| অফিস কক্ষ

০১

০৫| কম্পিউটার ল্যাব

 ০১

০৬। বিজ্ঞান কক্ষ

০১

০৭। ক্রীড়া কক্ষ

০১

০৮। চারু ও কারুকলা কক্ষ

০১

০৯। গ্রন্থাগার

০১

১০। প্রশিক্ষণ কক্ষ 

০৫

১১। উপকরণ কক্ষ

০১

০২

হোস্টেল  (৬ তলাবিশিষ্ট ১ টি ভবন)

০১। পুরুষ হোস্টেল

০১ (২য় এবং৩য় তলা)

০২। মহিলা হোস্টেল

০১ (৪র্থ, ৫ম এবং ৬ষ্ঠ তলা)

সুপারিনটেনডেন্টের বাসভবন

দ্বিতল ভবন

০১

খেলার মাঠ

 

০১

গাছপালা

পিটি আই এর চারপাশ বিভিন্ন প্রকার গাছ দ্বারা সজ্জিত 

 

 

 

পরীক্ষণ বিদ্যালয়

১। ভবন

০১

২।পরীক্ষণ বিদ্যালয় শিক্ষক মিলনায়তন

 

৩।পরীক্ষণ বিদ্যালয় শ্রেণিকক্ষ

০৫

স্টোর রুম

১। পুরুষ হোস্টেল

০১

২।মহিলা হোস্টেল

০১

গেস্ট রুম

প্রশাসনিক ভবনের চতুর্থ তলায়

০৪

কমন রুম -  টি

১। পুরুষ হোস্টেল

০১

২। মহিলা হোস্টেল

০১

১০

এবাদত খানা – ৪ টি

১।প্রশাসনিক ভবন

০১

২। পুরুষ হোস্টেল

০১

৩। মহিলা হোস্টেল

০১

৪। পরীক্ষণ বিদ্যালয়

০১

১১

পতাকা স্ট্যান্ড

                 -

০১

১২

ইউ.আর.সি  (URC)

নিজস্ব ক্যাচমেন্ট এলাকায়

০৫