বিস্তারিত
বসন্ত এসে গেছে
মধুর অমৃতবানী বেলা গেল সহজেই
মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে
থাক তব ভুবনের ধুলি মাখা চরনে
মাথা নত করে রব ..
বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
পিটিআই নারায়ণগঞ্জ কর্তৃক পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, নারায়ণগঞ্জ-এর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বসন্ত উৎসব-১৪২৯। উক্ত উৎসবের সভাপতিত্ব করেন অত্র পিটিআই এর কর্ণধার জনাব মোসফেকা বিনতে সুলতান । এছাড়া-ও উপস্থিত ছিলেন সহকারী সুপারিনটেনডেন্ট, ইন্সট্রাকটরগণ, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা।